শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমএ আফজল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদস্য আনিসুল হক বারী, মো. শাহজাহান পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল প্রমুখ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৬ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।