শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে খাস জমি উদ্ধার কাজে বাঁধা দেয়ায় বাদল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের টান জিনারী এলাকায় খাসজমি উদ্ধার করতে যায় প্রশাসন। এ সময় মালিকানা দাবী করে জিনারী গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র মো: বাদল মিয়া পুলিশকে বাঁধা দেয়। দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক দোষী স্বাব্যস্ত করে মো: বাদল মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাশিতা-তুল ইসলাম।