শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ শ্রীলংকার মতো পরিস্থিতি হতে বাধ্য: বিএনপি মহাসচিব

বাংলাদেশ শ্রীলংকার মতো পরিস্থিতি হতে বাধ্য: বিএনপি মহাসচিব

একুশে ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের প্রছন্ন মদদে ও তাদের পূর্ণ সহযোগিতায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাদের নিজেদের সিন্ডিকেটরাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী।’

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, ‘শুধু আভাস নয়, বাংলাদেশ শ্রীলংকার মতো পরিস্থিতি হতে বাধ্য। কারণ হচ্ছে, একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস করা হয়েছে, এখানে ঋণ এত বেশি গ্রহণ করা হয়েছে যে, ইতোমধ্যে ঋণের বোঝা জনপ্রতি ৪৭২ ডলার করে পড়েছে। ওখানকার মতো পরিস্থিতি এখানেও দেখা দেবে। মুদ্রাস্ফীতি এত বাড়বে যে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে কী হয়েছে আপনারা তা জানেন। ১৫৪ জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। একইসঙ্গে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি, তারা নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত হয়। আজকে এ পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওই সময় যারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল না, তাদের বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে। আমরা সব সময় একটি কথা গুরুত্বের সঙ্গে বলে আসছি, নির্বাচন হতে হবে জনগণের ভোট প্রদানের মধ্য দিয়ে। তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে সুযোগ করে দিতে হবে। এ কারণে অতীতের ঘটনা থেকে আমরা দেখেছি যে, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি বলেন, ‘সে কারণে এবারো দৃঢ়তার সঙ্গে বলতে চাই- এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যাতে করে প্রকৃতপক্ষে জনগণের প্র্রতিনিধিরাই নির্বাচিত হন, এটাই হচ্ছে জনগণের দাবি। এটাই হচ্ছে, এদেশের গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana