রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পাকুন্দিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার জহিরুর ইসলাম রিপন খান (৫১) ব্রাম্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকার ডা: মো: ছিদ্দিকুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার, ১২ এপ্রিল বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাকুন্দিয়া উপজেলার বাজার এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮শ’ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
এবিষয়ে জেলার পাকুন্দিয়া থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana