সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক ॥
ভৈরবে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদেও ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার –পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষ্যে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে । প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করেন সহকারি সার্জন ডাঃ মোহাম্মদ জহির উদ্দিন ও ডাঃ আদনান আহসান । প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ও গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম শাহরিয়ার,মেম্বার ও নারী মেম্বার সহ ২৮ জন জনপ্রতিনিধি অংশ নেন । প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনা, কমিউনিটি গ্রুপ ও কমিউিনিটি সাপোর্ট গ্রুপ সম্পর্কে ধারণা দেন । এছাড়া কমিইনিটি ক্লিনিক কার্যক্রমের টেশসই বাস্তবায়নে জনগণকে মাধ্যমে দৃষ্টিভঙ্গি,সক্ষমতা ও সক্রিয়তার উন্নয়ন করনীয় নির্ধারন ও বাস্তবায়ন সম্পকে ধারণা দেওয়া হয় ।