সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. শামীম (৩৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায়  রোববার (৮ মে) ভোর রাতে কারাগার থেকে এ্যাম্বুলেন্সে করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে জরুরী বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবণতি ঘটলে তাকে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে ভোর পৌনে ৫টার দিকে হাজতি শামীম মৃত্যুর কোলে ঢলে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতি মো. শামীম জেলার বাজিতপুর উপজেলার মধ্যভাগলপুর গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে।
সে বাজিতপুর থানার একটি মাদক মামলার বিচারাধীন আসামি হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি জেলা কারাগারে আসে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, স্ট্রোকে আক্রান্ত হয়ে শামীমের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাজতি মো. শামীম  কিছুদিন ধরে অসুস্থ ছিল। আজ রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। পরে পৌনে পাঁচটায় মো. শামীম নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করা হয়।
কয়েক হাজতী জানিয়েছে কারাগারে প্রচন্ড গরমে হাজতীরা অতীষ্ট থাকে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana