রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
আমিনুল হক সাদী:
কিশোরগঞ্জে জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে স্থানীয় একটি অতিথি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কাউসার আহমেদ কাইয়ুমের সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এমপি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শ্রমিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সড়কে দুর্ঘটনা ঘটলে যারা দায়ী থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহন করার আহবান জানান তিনি।