শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জহিরুল ইসলাম ভূঞা স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মে) প্রয়াত জহিরুল ইসলাম ভূঞার সুযোগ্য সন্তান, ভৈরব পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ভূঞা সুমনের আয়োজনে ফরিদপুর ভূঞা বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর, কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবির সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত পিএস আলমগীর হোসেন, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক লায়ন মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলন, ভৈরব কুলিয়ারচর বাদাম মিলের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, সালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কাইয়ুমসহ পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা ও স্থানীয় ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলের বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম সুমন বলেন, তার পিতা প্রয়াত জহিরুল ইসলাম ভূঞা টানা ৩৫ বছর সফলতার সহিত ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পবিত্র মাহে রমজানে বাবা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বলে জানান তিনি। তিনি তার প্রয়াত বাবা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।