শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুরে ফরিদপুর ইউনিয়ন সরকারি চাকুরিজীবী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মে) ফরিদপুর মাজার সংলগ্ন ‘ফরিদপুর ইউনিয়ন সরকারি চাকুরিজীবী এসোসিয়েশন’ এর নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা সাবেক ছাত্র নেতা মোঃ মোবারক হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমস ইন্সপেক্টর সাবেক ছাত্র নেতা মোঃ জাকির হোসাইন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমলাপুর (আইসিডি) এ কর্মরত কাস্টমস ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও কমলাপুর রেলওয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা সাবেক ছাত্র নেতা মোঃ মনির হোসাইন, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চমান সহকারী কর অঞ্চল ঢাকা-১২ এ কর্মরত মোঃ রফিকুল ইসলাম খান রিপনসহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রেফায়েত উল্লাহ, মোঃ তোফাজ্জল হোসেন, ফরিদপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ তারেক আজিজ খান ইকবাল সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দগন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়। এ সময় বিশ্বের শান্তি, দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।