মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এর প্রথম দফা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ জোহরের নামাজের পর দুপুর দুইটায় জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শহীদী মসজিদের খতিব মাওলানা শাব্বির আহমেদ রশিদ জানাযার নামায পরিচালনা করেন। জানাযার পর কামরুল আহসান শাহজাহান এর লাশ নিয়ে একটি এ্যাম্বুলেন্স মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দফা জানাযা শেষে তাঁর বাড়ি মৈশারকান্দি গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হবে। জানাযায় অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল জানান, কামরুল আহসান শাহজাহান এর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রি শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানান, বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে পড়লে গতকাল দিবারাত সাড়ে ১২ টায় কামরুল আহসান শাহজাহান (৭৯)কে প্রথমে শহীদ সৈয়দনজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শক্রমে ঢাকায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্রসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুম কামরুল আহসান শাহজাহান জীবদ্দশায় মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পিপি হিসাবে
দায়িত্ব পালন করেন।