বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:২২ অপরাহ্ন
আমিনুল হক সাদী:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতের চূড়ান্ত প্রস্তুতিপর্ব পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, মোঃ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনারগণ, বিজিবি সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।