বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন

ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করল কিশোরগঞ্জ জেলা পুলিশ

ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করল কিশোরগঞ্জ জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার :

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজো রয়েছে দুঃখী মানুষের ভীড়। আমরা কি পারিনা- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোঁটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করতে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) প্রতিবছরের ন্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এবারও দুইশত দুঃখী মানুষের মুখে হাসি ফুঁটিয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অসহায় এসব মানুষের মাঝে যখন পুলিশ সুপার শাড়ি-লুঙ্গি তুলে দেন তখন তাদের হাসিমাখা মুখে স্বর্গীয় আনন্দের ছাপ পরিলক্ষিত হচ্ছিলো।
ঈদের আনন্দ ভাগাভাগি করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অর্ণিবান চৌধুরী, পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত আরআই বজলুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana