শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

ভৈরবে প্রতারণা করে প্রবাসির জমি দখলের অভিযোগে ভগ্নিপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভৈরবে প্রতারণা করে প্রবাসির জমি দখলের অভিযোগে ভগ্নিপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এম.এ হালিম,বার্তাসম্পাদক:

ভৈরবে প্রতারণা করে প্রবাসি নবী হোসেনের জমি তার ভগ্নিপতি পীরজাদা মোঃ আবদুল হক চিশতী নিজ নামে দলিল করে দখলে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার । জমি ফেরত পেতে স্থানীয়ভাবে শালিস করে ও কোন কাজ হয়নি । বাধ্য হয়ে নরসিংদী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে । আজ শনিবার বিকালে ভৈরব বঙ্গ-বন্ধু স্মরনী রোডে ফকির মাকের্েেট সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসি নবী হোসেন জানান, তিনি বঙ্গ-কন্ধু স্মরণী রোডে ভিআইপি প্লাজার পিছনে তার নামে জমি কিনতে তিনি তার ভগ্নি পতি পীরজাদা মোঃ আবদুল হক চিশতী ওরফে পরদেশীকে ৩ লাখ টাকা দেন । পরবর্তীতে ইতালী গিয়ে আরো ৭ লাখ ৫০ হাজার টাকা পাঠান । কিন্ত বিদেশ থেকে এসে জানতে পারেন উক্ত জমি তার ভগ্নিপতির নামে সাব কাবলা দলিল করেছে । পওে তিনি তার ভগ্নিপতিকে জমি ফিরিয়ে দিতে চাপ দিলে ভগ্নিপতি সামাজিক সালিশীর মাধ্যমে ২ শতাংশ জমি লিখি দিলেও বাকি ১.৫০ শতাংশ জমি লিখে না দিয়ে সময় ক্ষেপন কওে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে । এমনকি তার বোনকে তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদেও হুমকি ও দিয়ে আসছে । তাছাড়া তার ছোট ভাই মনোয়ার হোসেনকে ভুল বুঝিয়ে ক্রয়কৃত ৫ শতাংশ জমি ভগ্নিপতি তার নিজ নামে পাওয়ার অব এ্যাটর্নি নিয়ে আতœসাত করার পায়তারা করতেছে বলে ও তিনি অভিযোগ করেন । এ সময় সংবাদ সম্মেলনে নবী হোসেনের ম আম্বিয়া বেগমা,বড় বোন ইসমত আরা বেগম ও অপর ভগ্নিপতি হোসেন মিয়া সহআতœীয় স্বজনরা একই অভিযোগ করেন । তাই নিজ জমি ফিরে পেতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana