সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: বাংলাদেশের নগরবাউল জেমস ভারতেও তুমুল জনপ্রিয়। বলিউডে পাঁচটি গানে প্লেব্যাক করেছেন তিনি। সবকটি গানই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
বলিউডে এমন সফলতার পর জেমসভক্তরা আশা করেছিলেন, এমন আরো অনেকে হিন্দি গান উপহার দেবেন জেমস। নিয়মিতই তার ডাক পড়বে বলিউডে।
কিন্তু তা আর হলো কই! ২০১৩ সালের পর বলিউডের আর কোনো সিনেমার গানে কণ্ঠ দেননি জেমস।
গত ৯ বছর ধরে সেই আক্ষেপ এবং বিস্ময় হৃদয়ে পুষে রেখেছেন জেমসভক্তরা। এ প্রসঙ্গে কখনো কিছু বলেননি জেমস।
এবার মুখ খুললেন। জানালেন, কেন বলিউডে আর কোনো গানে কণ্ঠ দেননি তিনি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাউল জেমস বলেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’
এদিকে ১২ বছর পর নিজের নতুন গান নিয়ে আসছেন জেমস। গানটির নাম ‘আই লাভ ইউ’। চাঁদরাতে গানটি অবমুক্ত হবে।
গানটি নিয়ে এই রকস্টার বললেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’