সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
বলিউডে স্থায়ী হলে আমাকে দেশ ছাড়তে হতো: জেমস

বলিউডে স্থায়ী হলে আমাকে দেশ ছাড়তে হতো: জেমস

বিনোদন ডেস্ক: বাংলাদেশের নগরবাউল জেমস ভারতেও তুমুল জনপ্রিয়। বলিউডে পাঁচটি গানে প্লেব্যাক করেছেন তিনি। সবকটি গানই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

বলিউডে এমন সফলতার পর জেমসভক্তরা আশা করেছিলেন, এমন আরো অনেকে হিন্দি গান উপহার দেবেন জেমস।  নিয়মিতই তার ডাক পড়বে বলিউডে।

কিন্তু তা আর হলো কই! ২০১৩ সালের পর বলিউডের আর কোনো সিনেমার গানে কণ্ঠ দেননি জেমস।

গত ৯ বছর ধরে সেই আক্ষেপ এবং বিস্ময় হৃদয়ে পুষে রেখেছেন জেমসভক্তরা। এ প্রসঙ্গে কখনো কিছু বলেননি জেমস।

এবার মুখ খুললেন। জানালেন, কেন বলিউডে আর কোনো গানে কণ্ঠ দেননি তিনি।

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাউল জেমস বলেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’

এদিকে ১২ বছর পর নিজের নতুন গান নিয়ে আসছেন জেমস। গানটির নাম ‘আই লাভ ইউ’।  চাঁদরাতে গানটি অবমুক্ত হবে।

গানটি নিয়ে এই রকস্টার বললেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana