সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের প্রায় দু’সহস্রাধিক হত দরিদ্র নারী পুরুষের মধ্যে কাপড় ও লুঙ্গী বিতরণ করেছেন আলমগীর হোসেন সিটি ও সলিউশন নেস্ট বিডি’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে মহিনন্দের আলমগীর হোসেন সিটিতে দুই সহস্্রাধিক মানুষের মধ্যে ঈদ উপহার প্রদানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জের সাবেক জনপ্রিয় এমপি জননেতা আলমগীর হোসেনের স্ত্রী রাবেয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি দিল ইসরাত জাহান, আলমগীর সিটির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আ. রাজ্জাক প্রমুখ।
আলমগীর হোসেন সিটি ও সলিউশন নেস্ট বিডি’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু জানান, প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদ উপলক্ষে দুই সহ¯্রাধিক নারী পুরুষের মধ্যে কাপড় ও লুঙ্গী বিতরণ করেছি।
এদিকে ঈদ উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন উপকারভোগীরা। এমন মানবিক উপহারের জন্য তারা মরহম জননেতা আলমগীর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাঁর ছেলে শিপলুর দীর্ঘায়ু কামনা করেছেন।