শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে ভৈরব হাইওয়ে পুলিশের টহল জোরদার

ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে ভৈরব হাইওয়ে পুলিশের টহল জোরদার

এম.এ হালিম,বার্তাসম্পাদক:

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে । ঢাকা-সিলেট মহাসড়কে ও ভৈরব-ময়মনসিংহ -আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাইওয়ে পুলিশ যানজট নিরসনে ব্যাপক প্রস্ততি নিয়েছে । শুধু যানজট নিরসনই নয় ঈদে যাতে মহাসড়কে অপ্সানপার্টি,ছিনতাই,চাদাঁবাজি,ডাকাতি বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভৈরব হাইওয়ে পুলিশের তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে । সরেজমিনে দেখা যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড দূর্জয়মোড়,মুসলিমের মোড়, নারায়নপুর বাসষ্ট্যান্ড,বারৈচা বাজার,মরজালবাজারসহ বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ দিন-রাত কাজ করছে । ঈদে ঘরমুখো মানুষ বা যাত্রীরা যেন ভোগান্তির স্বীকার হতে না হয় বা কোন প্রকার হয়রানী বা ঝামেলা পোহাতে না হয় স্বাচ্ছন্দে যেন গন্তব্যে পৌছতে পাওে সেজন্য এসব পয়েন্টে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষ যাতে কোন প্রকার হয়রানীর স্বীকার বা যানজটে না পড়ে এবং মহাসড়কে যেন অজ্ঞানপার্টি,ছিনতাই,চাদাঁবাজি,ডাকাতি,দূর্ঘটনা বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কবলে যাত্রীদের পড়তে না হয় সেজন্য মহাসড়কের প্রতিটি পয়েন্টে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে । আশা করি ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘেœ বাড়ি ফিওে প্রিয় জনদেও সাথে ঈদ করতে পারবে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana