শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ড. জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এছাড়া প্রশাসনের বিভিন্ন ইউনিটের প্রধান, জেলা পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।