সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানারঘাট বাইপাসে সিএনজি থেকে চাঁদাবাজিসহ, চুরি, ডাকাতি, ছিনতাই, ও জোয়ার বিরুদ্ধে কঠোরভাবে হুশিয়ারি দিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর থানারঘাট বাইপাস মোড়ে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় তিনি এ হুশিয়ারি দেন। এসময় তিনি ইউপি সদস্যদেরকেও সকল প্রকার অপরাধ বন্ধে দায়িত্ববান হওয়ার আহবান জানান। আ. লীগ নেতা এনামুল হাসান রাজিব’র সঞ্চালনায় এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার এস. আই. আশরাফুল্লাহ, এগারসিন্দুর ঈসাখাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান মো. নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন থেকে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।