বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

ইছামতির তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

ইছামতির তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

একুশে ডেস্ক :

পাবনার ইছামতি নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থিতাবস্থার আদেশ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ইছামতির তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোনো বাধা থাকল না। রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। নদী কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী এনএম আহসানুল হক। এছাড়া আবেদনকারীদের পক্ষে ছিলেন অনীক আর হক এবং রওশন আলম খান।

মনজিল মোরসেদ বলেন, ইছামতি নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন নোটিশ দিলে ৪৩ জন ব্যক্তি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাদের দাবির বিষয়ে নদী কমিশনকে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। আদেশের পর নদী কমিশনের চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ৪৩ ব্যক্তির দখলে থাকা জায়গাকে ইছামতি নদীর জায়গা হিসাবে মতামত দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana