সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
আমিনুল হক সাদী:
স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে ইউনিয়ন পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন মডেল মহিনন্দ ইইপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। সেই সাথে পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ রাখা হবে বলেও আশ্বস্থ করেছেন তিনি। রবিবার মহিনন্দ ইউনিয়ন পরিষদে বেসরকারী সংস্থা সিরাক বাংলাদেশের প্রতিনিধিদল স্বাক্ষাতকালে তিনি এ দাবী জানান। তিনি বলেন আমি নির্বাচিত হওয়ার পরেই ইউনিয়নের সকল সমস্যা সমাধানে আন্তরিক রয়েছি। ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিশেষ করে পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালী ও গুনগত মান উন্নয়নের লক্ষে এবারে কলাপাড়া কমিউনিটি ক্লিনিকের উন্নয়নে পরিষদের তালিকায় অন্তর্ভৃক্ত করেছি।
মতবিণিময়কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: হুমায়ুন আহমেদ কবীর ভূঞা, ইউপি সচিব আয়েশা আক্তার, সিরাক বাংলাদেশ এসোসিয়েট প্রেগ্রাম অফিসার অপুর্ব কৃষ্ণ রায়, পরিবার পরিকল্পনা বিষয়ক জেলা ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হক বাতেন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা গণমাদ্যম কর্মী আমিনুল হক সাদী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম, হারুন অর রশিদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।