শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উদযাপন

কটিয়াদীতে বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উদযাপন

দর্পন ঘোষ (কটিয়াদী)কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২২ উপলক্ষে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে শনিবার বিকালে বই আড্ডা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়। দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে আড্ডায় অংশগ্রহণ করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেন বাবু, দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের কার্যকরী সমন্বয়ক কবি আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, নাদিম আহমেদ, মহিমা আক্তার, ইসরাত জাহান পুস্পিতা, সাইমা সিদ্দিক, সামিনা হক সেজুতি, তাইবা আকন্দ মিতু, কাশ্মী রহমান নীলা, স্বর্ণা সাহা, নুসরাত জাহান সামিয়া, নুসরাত জাহান জ্বীম, সপ্তর্ষি রায় প্রমূখ। আড্ডায় নতুন প্রজন্মকে বই ও গ্রন্থাগারমূখী করতে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারসমূহ সর্বদা চালু রাখা, সকল ধরণের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বই প্রদানসহ পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। আড্ডা শেষে দশজন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana