সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন
মাইন উদ্দিন, কুলিয়ারচর:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল এর পক্ষ থেকে ঈদ উপহার পেলেন সুবিধা বঞ্চিত ২৫০ জন নারী পুরুষ।
শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ছমিউল্লাহর পাড়ার কৃতি সন্তান কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য আসন্ন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল তার নিজ বাড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার হিসেবে সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে ২০০ পিচ শাড়ি ও ৫০ পিচ লুঙ্গি তুলে দেন। এসময় তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।