সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:
কিশোরগঞ্জে সন্ত্রাস মাদক জঙ্গীবাদ বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। ইসলামিক ফাউন্ডেশন এর কিশোরগঞ্জ সদরের সুপার ভাইজার মাও. একে এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইফার সদরের মডেল কেয়ারটেকার হাফেজ মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাও. সাদেকুজ্জামান, মাও, আব্বাস উদ্দিন, মাও. মাহতাব উদ্দিন, মাও. হুমায়ুন কবীর প্রমুখ। সভায় সন্ত্রাস মাদক জঙ্গীবাদ বাল্যবিবাহ , যাকাত সংগ্রহ, গুজব প্রতিরোধে ও গণশিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সরকার দেশ ও জাতির অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও.আ.মতিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকতার্বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।