সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: শহিদুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদরের বিন্নাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। মো: শহিদুল ইসলাম গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার ক্ষিরিবাড়ী গ্রামের মো: সামছুল হকের পুত্র।
জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা সদরের বিন্নাটি এলাকা হতে ৪০০ পিসইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল’সহ তাকে হাতে নাতে আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ইয়াবা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। তিনি আরো বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।