সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেল অফিস আগুনে পোড়ানো মামলার এজাহার নামীয় আসামি সাদ্দাম হোসেন (৩০) কে ২০ কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ভৈরব সার্কেল অধিদপ্তর । গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন শহরের পঞ্চবটি গ্রামের আক্কাছ মিয়ার পুত্র । সোমবার গভীর রাতে শিমুলকান্দি ইউনিয়নের চানঁপুর ব্রীজের কাছ থেকে ২ বস্তা (২০) কেজি গাজাঁসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ভৈরব সার্কেলের কর্মকর্তারা ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ভৈরব সার্কেলের পরিদর্শক সেন্টু রজ্ঞন নাথ জানান, গেুফতারকৃত সাদ্দাম হোসেন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে । এছাড়া ২০১৯ সালে শহরের অমলাপাড়ায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন সার্কেল অফিস ও আসবাব পত্র ও মামলার নথিপুত্র আগুনে পুড়িয়ে ফেলার মামলার সে এজাহার নামীয় অন্যতম আসামি ।