বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০১:৫০ অপরাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে থানা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার ভৈরব থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানের সুস্থতা কামনা করেন । এ সময় তিনি অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন । ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, টেলিভিশন জার্নাষ্টি এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক,রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী,সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, জিটিভি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ও দৈনিক আজকের সারাদিন ও একুশে টাইমস পত্রিকার বার্তা সম্পাদক এম.এ হালিম, বৈশাখী টিভি ও কালের কণ্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ.বাংলা টিভির প্রতিনিধি এম.আর সোহেল,মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদের ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসন,সুশিল সমাজ ও গণমাধ্যমের কর্মরত সংবাদ কর্মীরা অংশ নেয় ।