সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
আগুন আমিন, পাকুন্দিয়া:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (১৭ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা সাবরেজিষ্ট্রার মো. মহসিন উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নূরে আলম খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার সাদেক আকন্দ, পাকুন্দিয়া থানার এসআই আশরাফুল্লাহ, পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মুজিবুর রহমান।