শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন
এম.এ হালিম , বার্তাসম্পাদক:
ভৈরবে মিরারচরে অটোরিক্সা ছিনতাইয়ে বাধা দেয়ায় চালককে কুপিয়ে ও ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা॥ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ । নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ ।নিহতের নাম স্বপন মিয়া । সে শিবপুর কান্দা পাড়া এলাকার মৃত নায়েব আলীর পুত্র । পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায় শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিহত চালক স্বপন মিয়া অটোরিক্সা নিয়ে কাজে বের হয় । রাত আনুমানিক ৪ টার দিকে কালিকাপ্রসাদের মিরারচর হানিফ মিয়ার বাড়ির কাছে পৌছলে ছিনতাইকারীরা তার অটো রিক্সা থামিয়ে জোর পূর্বক অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এতে সে বাধা দিলে তাকে ছুরি দিয়ে গলায় ও দেহের অন্যান্যস্থানে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় এলাকাবাসিরা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে । পরে ৯৯৯ ফোন দিলে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ।এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক ( তদন্ত ) ঘটঁনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে । তিনি আরো জানান, হত্যাকান্ডের বিষটি তদন্ত করা হচ্ছে ।