সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে কুলিয়ারচরে সাংবাদিকদের মিলন মেলা ও ইফতার পার্টি

বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে কুলিয়ারচরে সাংবাদিকদের মিলন মেলা ও ইফতার পার্টি

মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি :
বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে “এসো হে বৈশাখ, এসো এসো” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংবাদিকদের মিলন মেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা বৈশাখ (১৪ এপ্রিল) কুলিয়ারচর বাজার মোড়ে এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে এ মিলন মেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ মিলন মেলা ও ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন, আমাদের এ প্রতিনিধি সহ কিশোরগঞ্জ জেলা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী ও দৈনিক মানবজমিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মুহাম্মদ শাহ আলম, চেতনা মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও জনপদ সংবাদ এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মুছা, দৈনিক পূর্বকণ্ঠ ও দিনেরগান পত্রিকার বার্তা সম্পাদক এবং কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  মুহাম্মদ কাইসার হামিদ, দি নিউজ টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, দৈনিক ভোরের কাগজ ও আমার সংবাদ প্রতিনিধি আলি হায়দার শাহিন, দৈনিক পূর্বকণ্ঠ এর নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, সাপ্তাহিক দিনেরগান প্রতিনিধি মোঃ নাদিম, দৈনিক বাংলা পত্রিকা প্রতিনিধি মোঃ লোকমান হোসেন, পত্রিকা ৭১- এর প্রতিনিধি এম জয় জসীম, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মোঃ সবুজ মিয়া, দেশ সেবা প্রতিনিধি আলী সোহেল, দক্ষিণের ক্রাইম প্রতিনিধি মোছাঃ নিলুফা আক্তার নীলা ও দেশ কণ্ঠ প্রতিনিধি ইসরাত জাহান মুক্তা প্রমূখ।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্য হয়ে কাজ করার জন্য উপজেলার সকল সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের মধ্যে আর কোন কাঁদা ছুড়া ছুড়ি নয়, আসুন সব কিছু ভুলে গিয়ে তিন বছর যাবৎ অকেজো হয়ে থাকা কুলিয়ারচর প্রেসক্লাবে নতুন একটি কমিটি গঠন করে পূনরায় সয়ংক্রিয় করে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কুলিয়ারচর থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ঘুষ, দূর্ণীতিসহ বিভিন্ন অপরাধ নির্মূলে দেশবাসীর পাশে দাঁড়াই। তাহলেই আমাদের সাংবাদিকতা স্বার্থক হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana