বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

করোনায় মৃত্যুহীন দিন, শনাক্ত ৩৫

করোনায় মৃত্যুহীন দিন, শনাক্ত ৩৫

একুশে ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে। এছাড়া নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু অপরিবর্তিত ২৯ হাজার ১২৪ জনই থাকছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৭০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মৃত ২৯ হাজার ১২৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন। শনাক্তের বিপরীতে মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২০৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana