শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক :
ঋণে জর্জরিত শ্রীলংকায় ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের ৭৪ বছর পরও সবচেয়ে বড় সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্রটি।
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল দ্বীপদেশটি। নিঃস্ব হয়ে আসা মানুষের হাহাকার চারদিকে। তাদের পাশে আইপিএল খেলা ক্রিকেটারদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
এবারের আইপিএলে শ্রীলংকার খেলোয়াড় আছেন পাঁচজন—হাসারাঙ্গা, চামিরা, মহিশ তিকসানা, চামিকা করুনারত্নে ও ভানুকা রাজাপক্ষে।
শ্রীলংকার সাবেক মন্ত্রী রানাতুঙ্গা ওয়ানন্দি হাসারাঙ্গা–দুষ্মন্ত চামিরাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রীলংকা বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলছে। তারা নিজেদের দেশ নিয়ে কোনো কথা বলছে না। দুর্ভাগ্যজনকভাবে, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। এই ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করছে। তারা নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে।
এএনআইকে রানাতুঙ্গা আরও বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তরুণ ক্রিকেটারদের মতো হাসারঙ্গা-চামিরাদের এগিয়ে আসতে হবে। তাদেরও কথা বলতে হবে। যখন কোনো কিছু ভুল পথে যাবে, এর বিরুদ্ধে কথা বলার মতো সাহস থাকতে হবে আপনার। এটা দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা।