রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ১৩ উপজেলায় পুলিশের তৈরী ঘর পেয়েছেন ১৩টি গৃহহীন পরিবার। সারাদেশে পুলিশের তৈরী ৪০০ ঘর এবং প্রতি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানটি কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ড্রিলসেডে বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করে জেলা পুলিশ। রবিবার (১০এপ্রিল) সকাল ১১টায় এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার গণভবন থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের সদস্যগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ অনুষ্ঠানটিতে ভার্চুয়াললি যুক্ত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবাদাতা ও সেবা গ্রহীতাদের সাথে এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গৃহ প্রাপ্তদের সাথে কথা বলেন।
এ সময় কিশোরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।