শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

ভৈরবে রেলওয়ের তামাক বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার সিগারেট ধব্বংস

ভৈরবে রেলওয়ের তামাক বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার সিগারেট ধব্বংস

এম.এ হালিম,বার্তাসম্পাদক :

ভৈরবে রেলওয়ের তামাক বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়েছে । আজ বুধবার বেলা ১১টার দিকে রেলওয়ে ট্রাস্কফোস ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে । এ সময় রেলওয়ে জংশনের ৪টি দোকানে অভিযান চালিয়ে বেনসন,গোল্ডলিফ,পাইলটসহ বিভিন্ন ব্র্যান্ডের লক্ষাধিক টাকা মূল্যের সিগারেট জব্দ করে আগুনে পুড়িয়ে ধব্বংস করে । এ সময় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের জেটিআই ( জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর ) মজিবুর রহমান মার্কস, ভৈরব রেলওয়ে জংশনের প্রধান টিসি সাজ্জাদুর রহমান,ষ্টেশন মাষ্টার নুরনবীসহ রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা । অভিযানে ভৈরব রেলওয়ে থানা পুলিশ,আনসার ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন ।
এ সময় জেটিআই মজিবুর রহমান ও টিসি সাজ্জাদুর রহমান জানান, রেলওয়ে ষ্টেশন ও রেলওয়েকে তামাক ও ধুমপানমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে এ অভিযান শুরু হয়েছে । আজকে অভিযানে কয়েকটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সিগারেট জব্দ করে আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana