সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে শুরু আদর-পূজার ‘নাকফুল’

শ্রীমঙ্গলে শুরু আদর-পূজার ‘নাকফুল’

বিনোদন ডেস্ক :
আজ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নির্মাতা আলোক হাসানের সিনেমা ‘নাকফুল’। সিনেমাটি দিয়ে চলচ্চিত্র নির্মাণে অভিষেক হতে যাচ্ছে এই নির্মাতার।
আগে শাকিব খানের মেন্টাল, বসগিরি, নোলক এবং যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আলোক হাসান। এছাড়া ৪০টির মতো নাটক নির্মাণ করেছেন তিনি।
প্রথম দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ। এ ছবির মাধ্যমে প্রথমবার পূজার সঙ্গে জুটি বাঁধছেন আদর আজাদ। আদর-পূজা ছাড়াও নাকফুল ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।
জানা গেছে, টানা ২০ দিন শ্রীমঙ্গলে ছবির শুটিং হবে। ছবির বেশির ভাগ শুটিং একটানা শেষ হবে। ‘নাকফুল’-এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ ছবি। চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গলমিডিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana