শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

ভৈরবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ভৈরবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

এম.এ হালিম, বার্তা সম্পাদক:
সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যে ভৈরবে র‌্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস।
দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ভৈরব -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক রাফিউল মঈন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমান( সুজন) যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিম,উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম প্রমূখ।
এসময় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা বলেন বর্তমান সরকার খেলা বান্ধব সরকার । খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে হবে ।
খেলাধুলা মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। যদি যুব সমাজ নিয়মিত খেলায় মেতে থাকে তাহলে নেশা থেকে মুক্ত সমাজ গড়ে ওঠবে। নেশা মুক্ত থাকলে দেশ ও একটি জাতির উন্নয়ন হবে। তাই লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় যুব সমাজকে মন দিতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়া যাবে। এসময় আরো বলেন আইভি রহমান টুর্নামেন্টের ফাইনাল খেলা ঈদের পরে অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana