শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

অবশেষে তুরস্ক ছাড়ল রাশিয়ার সেই বিলাসবহুল প্রমোদতরী

অবশেষে তুরস্ক ছাড়ল রাশিয়ার সেই বিলাসবহুল প্রমোদতরী

একুশে ডেস্ক:

রাশিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিলাসবহুল সুপার ইয়ট সোলারিস তুরস্কের একটি বন্দর ছেড়ে চলে গেছে।  ওই বিলাসবহুল প্রমোদতরীকে তুরস্কের বোড্রাম ক্রুজ পোর্ট  ছেড়ে যাওয়ার জন্য বার বার চাপ দেওয়া হচ্ছিল।

বোড্রাম ক্রুজ পোর্টের দায়িত্বে থাকা লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানকে সোলারিসকে সেখানে নোঙর করতে দেওয়া থেকে বিরত রাখার জন্য চাপ দিচ্ছিল গ্লোবাল পোর্টস হোল্ডিং (জিপিএইচ)।

আইনি বিশেষজ্ঞদের মতে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞার আওতায় থাকা কারো জাহাজকে বন্দর ব্যবহার করতে দিয়ে বড় ঝুঁকি নিয়েছিল। বোড্রাম বন্দরটি ওই প্রতিষ্ঠানের পরিচালিত ২২টি বন্দরের মধ্যে একটি।

ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবেরদের একজন। তার মালিকানাধীন ১৪০ মিটার দীর্ঘ ওই বিলাসবহুল ইয়টে রয়েছে একটি হেলিপ্যাড এবং সুইমিং পুল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana