শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ধান, ভুট্রা কাটা, মাড়াই যন্ত্রের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শিরিনা বেগম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন, পাওয়ার থেসার, ভুট্রা মাড়াই যন্ত্র ও আলু কাটা যন্ত্র দেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে ঘন্টায় ১ বিঘা জমির ধান, কাটাই মাড়াই করতে পারবে। এতে শ্রমিক সংকট দূর হবে।