রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন

আড়াই মাস পর অটোচালকের লাশ মিলল নদীতে

আড়াই মাস পর অটোচালকের লাশ মিলল নদীতে

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে নিখোঁজের প্রায় আড়াই মাস পর মুরাদুল হক (২৫) নামে এক অটোরিকশাচালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মুরাদুল হক প্যারাভাঙ্গা গ্রামের মফিজুল হকের ছেলে।

মুরাদের বড়ভাই কামরুল হাসান জানান, গত ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে তার ভাই বাজার করতে বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ২২ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরতে যান তাদের এক প্রতিবেশী। এ সময় কচুরিপানা সরাতে গিয়ে নাকে গন্ধ লাগে তার। পরে ওই প্রতিবেশীর চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। তারা কচুরিপানার নিচ থেকে গলিত লাশ উদ্ধার করেন। এ সময় মুরাদের মুখ গামছা দিয়ে বাঁধা দেখতে পান তারা।

মারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসীম উদ্দিন জানান, নিহত মুরাদ ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। লাশ উদ্ধারের পর মুরাদের পরিবারের লোকজন শনাক্ত করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি বেশ কিছুদিন আগের। পঁচে যাওয়ায় প্রাথমিকভাবে কোনো কিছু ধারণা করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana