সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

বায়তুল মোকাররমের নতুন খতিব হচ্ছেন মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররমের নতুন খতিব হচ্ছেন মুফতি রুহুল আমিন

একুশে ডেস্ক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। দেশ বরেণ্য এ আলেম গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন। মুফতি রুহুল আমিন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর।

সরকারের কাছ থেকে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার  গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম রুহুল আমিন।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করেন।

বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে মুফতি রুহুল আমিনের নাম প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। এরপর তিনি এর অনুমোদন দেন।

নিয়োগপত্র হাতে পাওয়ার পর বায়তুল মোকাররমের খতিব হিসেবে তিনি যোগ দেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana