একুশে ডেস্ক:
বেশকিছু দিন ধরেই মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফোন করেও তার সাড়া পাওয়া যাচ্ছিল না। মাহির এমন আচরণে গুঞ্জন উঠেছিল শোবিজ ছেড়ে দিচ্ছেন এই চিত্রনায়িকা।
এবার মাহি নিজেই জানালেন তার চুপ থাকার কারণ। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই তিনি চালু করতে যাচ্ছেন বিশাল একটি রেস্তোরাঁ। রোজার শুরুতেই এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হবে জানান মাহি। রেস্টুরেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়িকা। মাহি তার রেস্টুরেন্টের নাম দিয়েছেন ‘ফারিশতা’।
দীর্ঘদিন চুপ থাকার বিষয়ে মাহি বললেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। অনেকেই ভেবেছিলেন আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পূর্বাচলে ‘অফিসার’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন তিনি।