শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২১ অপরাহ্ন
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে দিকে উপজেলার রামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি রামপুর বাজারে দোকান দিয়ে মোবাইল মেরামতের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে নিজের দোকানে বসে কাজ করছিলেন আবুল কাশেম। রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানের মেজেতে পড়েছিলেন তিনি। আশেপাশের দোকানের লোকজন তার কোনো সাঁড়া শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখেন মেঝেতে পড়ে আছেন কাশেম। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেমের সম্পর্কে চাচা হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।