সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

একুশে ডেস্ক :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটিতে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মনজুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন ।

সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন তপু পেয়েছেন ৬৯৩ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট। এই পদে আরেক প্রতিদ্বন্দ্বী গাজী জহিরুল ইসলাম পেয়েছেন ৪৪৫ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহ সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক পদে জোবায়ের রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী এবং নারী সম্পাদক পদে সুরাইয়া বানু।

এছাড়া সদস্য পদে মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন নির্বাচিত হয়েছেন।

ডিইউজের নির্বাচনে তিনটি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana