রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
আমিনুল হক সাদী, চীফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেছেন ‘সংবাদপত্র সমাজের দর্পণ। সংবাদপত্রের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে। সাংবাদিক বান্ধব বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
সোমবার রাতে জেলা শহরের হোটেল শেরাটনে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ‘আমাদের সময় ১৭ বছর পেরিয়ে আজ ১৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ প্রতিনিধি শেখ মাসুদ ইকবালের উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। পিপি এড শাহ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ.লতিফ, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছি বেগম, যুবলীগ নেতা রুহুল আমীন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সদস্য সচিব মনোয়ার হোসাইন রণি, ক্যাপ্টেন অব সালাহ উদ্দিন আহমেদ সেলু, সিনিয়র সাংবাদিক আলম শারোয়ার টিটু, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, সাংবাদিক বিজয় রায় খোকাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।