রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
আমিনুল হক সাদী:
কিশোরগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী ও স্ট্রোকে প্যারালাইজড আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার ২২৮ জন অসহায় রোগীর মধ্যে মোট ১ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করছে জেলা সমাজসেবা অধিদফতর।
সোমবার, ২৮ মার্চ জেলা সমাজসেবা কার্যালয়ে ২২৮ জনের মধ্যে চেক বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
তিনি জানান ,সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে সরকারের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়।
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার কিশোরগঞ্জ জেলায় ২২৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ কোটি ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।