শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা সদরের বিন্নাটী ইউনিয়নের খয়ারখালী গ্রামে অবস্থিত শাহ আলম স্মৃতি গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। রবিবার গণগ্রন্থাগারে পরিদর্শনকালে গ্রন্থাগারটির সাজানো গুছানো বইয়ের সারিতে সন্তোষ প্রকাশ করেন এই কর্মকর্তা। পরিদর্শনকালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, কবি সুবর্ণা দেব নাথ, গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা গাফফারুল ইসলাম, সম্পাদক মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইলবাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।