রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পাকুন্দিয়া উপজেলা পৌর সদর পাইক লক্ষীয়া আশরাফিয়া গ্রন্থাগারের আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন আব্দুল নবী স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন জেলা বেসরকারি গ্রন্থাগারিক সভাপতি মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, জিয়াউল হক বাতেন, ডাক্তার মাহফুজা সুলতানা রুমা, কবি আসিফ খন্দকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার সুরকার সুলতান আফজাল আইয়ুবী। পরে প্রধান অতিথি আব্দুল নবী স্মৃতি পদক তুলে দেন গুণীজনের হাতে।
পদকপ্রাপ্তরা হলো, কিশোরগঞ্জ সরকারী গ্রন্থাগারিক সহকারি পরিচালক আজিজুল হক সুমন ও কিশোরগঞ্জ বেসরকারি গ্রন্থাগার এর সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। অন্যান্য আরও ৯ জন বিভিন্ন ক্যাটাগরিতে আব্দুল নবী স্মৃতি পদক পেয়েছেন। সাংবাদিকতার উপর পদক পেয়েছেন পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনজুরুল হক মঞ্জু, দক্ষ সংগঠক পদক পেয়েছেন বোরহান উদ্দিন, চিকিৎসা সেবায় ডাক্তার শহিদুল ইসলাম মাসুদ, কবিতা লেখার উপর এনামুল কবীর সুমন সরকার, কবি আল আজাদ, আলিমুল রাজিব, রফিকুল ইসলাম খোকন, বিশিষ্ট পুথি পাঠক, মোখলেসুর রহমান আকন্দ, বিশিষ্ট গীতিকার পদক পেয়েছেন আগুন আমিন।