মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

ভৈরবে ভারতীয় থ্রি পিস ও রুপিসহ ৫ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

ভৈরবে ভারতীয় থ্রি পিস ও রুপিসহ ৫ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

এম.এ হালিম,বার্তাসম্পাদক:

ভৈরবে ভাতীয় থ্রি পিস‘ও রুপিসহ ৫ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ॥ এ সময় আটককৃতদের কাছ থেকে ভারতীয় ৬শ ৬৫ টি থ্রি পিছ ওচোরালানকৃত পন্য ক্রয়-বিক্রয়ের নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) বাংলাদেশী টাকা ও ১১৬০০/- (এগারো হাজার ছয়শত) ভারতীয় রুপি‘সহ উদ্ধার করে জব্দ করে র‌্যাব ।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পকোম্পানী অধিনায়ক,অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের(পিপিএম ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে নাটালের মোড়ে মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে ০৪ জন ভারতীয় ও ০১ জন বাংলাদেশীসহ মোট ০৫ (পাঁচ) জন চোরাকারবারী কে আটক করা হয় । আটককৃতরা হলো কলকাতার খিদিরপুর ও পশ্চিমবঙ্গের মৃত আব্দুল সামাদ এর পুত্র রহমত আলী নাদিম (৫২), ও আশফাক আলী (৩৪), আসগর আলীর পুত্র আরশাদ আলী (৩৪), ফারুখ হোসাইন এর পুত্র ওয়াজীদ হোসাইন (৩৬) ও ব্র্যাক্ষণ-বাড়িয়ার বরিশল গ্রামের মোঃ আজিজুল হক এর পুত্র মোঃ বশির । এসময় গ্রেফতারকৃত আসামীদের দখলে থাকা ০১টি মাক্রোবাস তল্লাশী করে মাইক্রোবাসটির ভিতর হতে চোরাচালানকৃত ৬শ৬৫টি ভারতীয় থ্রিপিস, ০৪ (চার)টি ভারতীয় পাসপোর্ট, ০১ টি মাইক্রোবাসের চাবি ও কাগজপত্রসহ, চোরালানকৃত পন্য ক্রয়-বিক্রয়ের নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) বাংলাদেশী টাকা ও ১১৬০০/- (এগারো হাজার ছয়শত) ভারতীয় রুপি‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানের মাধ্যমে ভারতীয় থ্রি পিস দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana