রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা রেজওয়ান আহমদ তৌফিক এমপ ‘র সাথে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি বাসভবেনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান জেলা সমন্বয়কারী মনোয়ার হোসাইন রনী, উপজেলা আহবায়ক এনামুল হক সেলিম, মাসুদ আলম প্রমুখ। বীর মুক্তিযোদ্ধার সন্তানরা তার কাছে স্বাধীনতার ৫০ বছরের বিভিন্ন ধরনের প্রস্তবানা তুলে ধরেন। কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের পরিবারদের সুসংঘত ও সাবলম্বি করে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের হয়রানি করা হয়। তাদের কে যেকোন ধরণের হয়রানি থেকে সহায়তা করার আশ্বাস দেন । তিনি বলেন মুক্তিযোদ্ধারা দেশের সর্বোচ্চ নাগরিক, তাদের রক্ষা করা সহ সকল ধরনের কাজের বাস্তবায়নে তিনি অগ্রনি ভূমিকা পালন করবেন্ বলে আশাবাদ ব্যক্তকরেন। তিনি আরো বলেন বিগত দিনের মুক্তিযোদ্ধারা যেমন দেশ স্বাধীন করেছে , তেমনি বর্তমান মুক্তিযোদ্ধার সন্তানরা আগমীদিনে শেখ হাসিনার সোনার বাংলা বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।