বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন

হোসেনপুরে টিসিবির পণ্য পাবে ১৬ হাজার ৬৬২ জন

হোসেনপুরে টিসিবির পণ্য পাবে ১৬ হাজার ৬৬২ জন

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ১৬ হাজার ৬৬২ জন কার্ডধারী টিসিবির পণ্য পাবেন।
শনিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ।

তিনি জানান, রোববার (২০ মার্চ) সকালে পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে হোসেনপুর পৌরসভার ৫০০ জন কার্ডধারী ও আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে ৫০০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।
পর্যায়ক্রমে পৌরসভা ও ইউনিয়নের বাকী টিসিবির কার্ডধারীর মধ্যে পণ্য বিতরণ করা হবে বলে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার,উপজেলা নির্বাহী অফিসের সিএকাম ইউডিএ স্বপন কুমার বর্মনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধিরা।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana