রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক:
ভৈরবে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে । স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুভবে অনুক্ষণ মঞ্চে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ সময় সমাবেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ও বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফিরাত কামনাসহ তার সম্¥ানে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয় । পরে মুক্তিযোদ্ধে অংশ নেয়া সেদিনের দুঃসহ স্মৃতি ও মুক্তিযোদ্ধের উপর আলোচনা করেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান,বাশির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক আবুল কাসেম,ডাঃ মোঃ সিদ্দিক হোসাইন,ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন আহমেদ,ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমূখ ।
এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ জুলহাসঁ হোসেন সৌরভ,ভৈরব থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন । এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।